আবিদ উল্যাহ জাকেরঃ হাতিয়া উপজেলা প্রতিনিধি
নতুন জাগরণ ও নতুন চেতনা নিয়ে নোয়াখালীর হাতিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসন ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সমাজিক সংগঠন নানা কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের মাঝে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা,রচনা,বিতর্ক প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উপজেলা প্রশাসন হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী নতুন জাগরণ ও নতুন চেতনা নিয়ে এই কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয়। এর আগে বেলুন উড়িয়ে ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মাহবুব মোর্শেদ লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সেলিম হোসেন। দুপুর ১২ টায় একই স্থানে উপজেলা পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্দনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মাহবুব মোর্শেদ লিটন। হাতিয়া উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত স্থানীয় এমপি মহোদয়ের বাসভবনে বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য জনাব আশিক আলি অমি, হাতিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি জনাব আব্দুর রাজ্জাক, হাতিয়া পৌরসভা সভাপতি জনাব বাপ্পি, হাতিয়া দ্বীপ সরকারি কলেজ সভাপতি জনাব জহির উদ্দিন স্বপন সহ স্থানীয় সহস্রাধিক নেতা-কর্মীগণ। বিকেল ৩টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতিয়া সাথী শাখা কর্তৃক স্থানীয় একটি মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা,হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা ও শহিদদের স্মরণে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এছাডাও বুডিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ফখরুল ইসলাম এর পৃষ্ঠপোষকতায় ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।