আলআমিন কবির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি।
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপারা ইউনিয়নে প্রাচীন সোনারগাঁও বাংলার সাধীন সুলতান গিয়াসউদ্দিন আযম শাহ সরকটি পরিদর্শন করেন মোগরাপারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। গতকাল রবিবার সকাল১২ঃ ৩০ মিনিটে সুলতান গিয়াসউদদীন আজম শাহ মাজার হতে ইসলামি ফাউন্ডেশনের শেষ সিমানা পর্যনত করে দেয়ার ঘোষনা করেন। রাস্তা টি পরিদর্শন করেন তিনি। বলেন আগামী একমাসের ভিতর রাস্তা টি সিসি ঢালাই করন ও মাটি ভরাটের কাজ করার ঘোষনা করেন চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু। এসময় উপস্থিত ছিলেন সথানীয় মেম্বার আবু তাহের, নুরে আলম সিদ্ধিক, মোগরাপারা ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড মেম্বার শিপন সরকার সংরক্ষিত মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন