মোঃ তাজিদুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।
তাং ০৫-০২-২২ ইং লামাকাজী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফয়ছল এর নিবার্চনি বক্তব্য বলেছেন নিবার্চনে হেরে গেছি বলে আমার কোনো দুঃখের নেই। —আসালামু আলাইকুম সম্মানিত লামাকাজী ইউনিয়ন বাসী আলহামদুলিল্লাহ সদ্যসমাপ্ত লামাকাজী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি নৌকা প্রতিকে নিয়ে, সময় সল্পতার কারণে অনেকের কাছে দোয়া, পরামর্শ নিতে পারিনি,আবার অনেকের কাছে একাধিক বার যেতেও পারিনি বলে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। হার জিত থাকতেই পারে তাই বলে মন দূর্বল করবেন না আমি ও আমার পরিবার করিনি। আমরা প্রতিহিংসা করিনি, প্রতিযোগিতা করেছি, এবারের নির্বাচনে আমি প্রথম অংশগ্রহণ করেছি এবং প্রতিযোগিতা করেছি। যারা এই নির্বাচনে প্রতিহিংসা করেছে তাদের শুভবুদ্ধির উদয় হউক এই দোয়া করি। সকলের কাছে আমি এবং আমার পরিবার ও আমার গ্রামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ আপনাদের এই ভালবাসা আমার আাগামির পথ চলার অনুপ্রেরণা আমি আপনাদের সকলের সুসাস্থ্য ও নেক হায়াত কামনা করি।