শহিদুল্লাহ সরকার,ক্রাইম রিপোর্টার
৯৯৯ নাইনে ফোন পেয়ে অাশুলিয়া বারইপড়া পুকুর পাড়ে স্যুটকেসে ভর্তি একটি অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার করেন অাশুলিয়া থানার এস অাই নাসির উদ্দিন, পুলিশ জানায় ২১শে ফেব্রুয়ারী সকাল ৯টায় ৯৯৯ নাইনে ফোন পেয়ে অাশুলিয়া থানার এস,অাই নাসির উদ্দীন এই স্যুটকেসে ভর্তি একটি অজ্ঞাত মেয়ের লাশ উদ্ধার করেন, পুলিশ জানায় এই অজ্ঞাত ২৫ বছর বয়সী লাশ এখনো সনাক্ত করা যায়নি, কেউ চিনলে অাশুলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন অাশুলিয়া থানা পুলিশ