মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে এসমা আক্তার নামে কেশবা ফাজিল মাদ্রসার ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার বিকালে সদর ইউনিয়নের সিট রাজিব গ্রামের মাঠের বাজার পাড়ায় ঘটনাটি ঘটে। নিহত ওই ছাত্রী একই ইউনিয়নের বাজেডুমরিয়া মাঝাপাড়া গ্রামের আফতাজুল ইসলামের মেয়ে। এলাকাবাসি জানায়, নিহতের মা আঞ্জুয়ারা তার মেয়ে এসমা আক্তারকে সঙ্গে নিয়ে শনিবার সকালে বাবার বাড়িতে যায়। রোববার সেখানে মা ও মেয়ে দুইজনে বাড়ির পাশের্ব রাস্তায় ক্ষেতের সরিষার ধুলা পরিস্কার করছিল। গোসল করে দুপুরে খাওয়ার জন্য এসমাকে তার মা বাড়িতে পাঠায়। পরে বাড়িতে এসে আঞ্জুয়ারা তার বাবা আবুল হোসেনের ঘরের তিরে ওরনা পেঁচানো বিছানায় হাটু গাড়া অবস্থায় মেয়ের লাশ দেখতে পায়। এব্যপারে কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছি।