গোয়াইনঘাট থানা প্রতিনিধি মোঃ বাছির আহমদ এর প্রতিবেদনে
১৭/০২/২০২১/ইং রুজ বুধবার এক গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয় একের পর এক অভিযান পরিচালনা করার পরেও থেমে নেই এই ভারতিয় চুরা চালান কারিরা গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ স্যার বলেন ভারতীয় চোরাকারবারীরা যতই শক্তিসালি হউকনা কেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবেসিলেটের গোয়াইনঘাট থানার সুনামধন্য অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ স্যারের নেতৃত্বে এক বিশাল ভারতিয় চুরা চালান আটক
আমাদের এই অভিযান অব্যাহত থাকবে উনি আরো বললেন সন্ত্রাসি চাঁদাবাজি চোরাকারবারি গোয়াইনঘাট থানার ভিতরে থাকতে পারবে না বলে জানান