লেখক:- জনাবা-জান্নাতুল ফেরদৌস (মিনা)
আকাঁশটা আছে কিসের উপর-
ভাবতো মানুষ যদি!
কেউও চলতনা অসৎপথে,
কারোও হতোনা ভুল ক্রোটি?
আকাঁশ হলো ছাদ পৃথিবীর-
দুনিয়ার সকল কিছুর উপর!
কত সুন্দর করে তৈয়ারি করেছে খোদা,
পৃথিবী জন্য একটি মাত্র ঘর?
সেই ঘরে দিয়েছে দুনিয়ার সকল কিছু-
মানুষকে দেয়নি কোন অভাব!
যেনে শুনে কত মানুষ,
দুনিয়াতে করেছে মহা পাপ?
অসৎপথে লিপ্ত হয়ে-
মানুষ করে মন্দ কাজ!
সইতে না পেরে খোদা,
মানুষের প্রতি হয়েছে নারায?
মানুষ হলো জ্ঞানের ভাণ্ডার-
মানুষ বুঝে সব!
মানুষ এখন মুক্ত করুক,
এই পৃথিবীর গযব?
নিজেকে মানুষ বড় না ভেবে-
খোদার কাছে শিকার করুক ভুল!
সেদিন হবে খোদার দরবারে,
মানুষের দোয়া কবুল?
মানুষ হইছে অমানুষ এখন-
ঠিক নেই তাঁদের ইমান!
খোদার নজির দেখুক মানুষ,
পাপের নগদ প্রমাণ?