কাতার প্রতিনিধি মীর ইরফান সাঈদ
ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ।গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯.৪০ এডুকেশন সিটি স্টেডিয়ামে আল রাইয়ান কাতারে শুরু হওয়া প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ফাইনালে বায়ার্ন মিউনিখ – টাইগার্স ইউএএএল কে ১-০ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে । এই জয়ে ইউরোপীয় এই ক্লাবটি দূর্দান্ত ইসিহাস সৃস্টি করে।গত ১২০ বছরে জার্মান এই ক্লাবটি প্রথম এমন গৌরবের সম্মান অর্জন করে ।ইতিহাস গড়া অধ্যায় লেখানোর মাধ্যমে ষস্ট শিরোপা জিতেছে অজেয় ক্লাবটি।কোচ হান্স-ডিয়েটার ফ্লিকের নেতৃত্বে, যিনি নভেম্বরে ২০১৯ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন, ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, জার্মান সুপার কাপ, বুন্দেসলিগা এবং জার্মান কাপ খেতাব অর্জন করেন ফ্লিকের অধীনে। বার্সেলোনার পরে ছয়টি দেশীয় ও আন্তর্জাতিক খেতাব অর্জনকারী দ্বিতীয় ক্লাব ইউরোপীয় চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ । এর আগে এফসি বার্সেলোনা পেপ গার্দিওলার অধীনে এমন কীর্তি অর্জন করেছে। ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল কাতার।দৃস্টিনন্দন নান্দনিকতায় ভরা সবকটি স্টেডিয়াম তারমধ্যে এডুকেশন সিটি স্টেডিয়াম প্রায় ৪৫০০০ দর্শক ধারণ ক্ষমতা যাকে ডায়মন্ড অব ডিসার্ট বলে অভিহিত করা হয়।