আবুল কাসেম সাতকানিয়া প্রতিনিধিঃ
মহামারী কভিড ১৯ মরণব্যাধি করোনা ভাইরাসের আতংকে জনশুন্য হয়ে পরেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বানিজ্যিক প্রানকেন্দ্র কেরানীহাট। সরেজমিনে দেখা যায় কেরানীহাট এলাকায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলাবাহিনীর টহল রয়েছে। গাড়ী চলাচল ছিল সিমিত, বন্ধ রয়েছে মার্কেটগুলো। মুদির দোকান ঔষধের ফার্মেসী হালকা কয়েকটি খোলা থাকলেও বন্ধ রয়েছে খাবার দোকান হোটেলগুলো। করোনা ভাইরাসে আক্রান্ত ১৯৬ টি দেশের মধ্যো বাংলাদেশেও বিভিন্ন জেলা উপজেলা এমনকি রাজধানীতে শনাক্ত হয় করোনা ভাইরাস। করোনা ভাইরাসে বর্তমানে বাংলাদেশে ৫জনের মৃত্যুর খবর জানা যায়, আক্রান্ত হয়েছে ৪৪ জন, সুস্থ হয়েছে ৭জন। এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে ইতিমধ্যে দেশের রাজধানী মহানগর থেকে জেলা উপজেলা এমনকি গ্রাম পর্যায়ে লকডাউন করা হয়েছে। ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে সরকারী বেসরকারী সব প্রতিষ্টান। লকডাউনের মাধ্যেমে সাধারণ জনগনকে অন্তত কিছুদিন হোমকোয়ারেনটাইনে থাকার নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অমান্য করায় পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, গনসচেতনায় মাঠ পর্যায়ে কাজ করছে কর্মরত সাংবাদিকরাও। ইউনিয়ন পরিষদের উদ্যাগে মাইকিং করে সচেতন করা হচ্ছে গ্রামে গ্রামে। গন জমায়েত থেকে দুরে থাকা, ঠান্ডা পানীয় পান করা থেকে বিরত থাকা, সাবান দিয়ে হাত ধুয়ে খাবার খাওয়া মাস্ক ব্যবহার করাই করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায়, তাই নিজে সতর্ক হউন অন্যজনকে সচেতন হওয়ার পরামর্শ দিন।