নজরুল ইসলাম সিকদারঃ বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) ২০২০ইং সকাল ৯ টা থেকে কাথরিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের দ্বি- বার্ষিক নির্বাচন উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শুরু হয়ে বিকাল ৪টায় সম্পন্ন হয়।
বঙ্গবন্ধু পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আলী আকবর,সাধারণ সম্পাদক পদে মো.ছরোয়ার আজিম, সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম,অর্থ সম্পাদক পদে আরিফুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ আলমগীর হোসাইন নির্বাচিত হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মনিরুল মন্নান এর সার্বিক তত্ত্বাবধানে সুষ্ঠু ও সুন্দর নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মকসুদ, কাথরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী ইবনে আমিন,সাধারণ সম্পাদক মো.জামাল আহমদ।
উপস্থিত অতিথিবৃন্দরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুনরুপে সুন্দর নেতৃত্ব সৃষ্টির জন্য সংঠনের প্রশংসা করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাথরিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সকল সদস্যদের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।