জর্ডান প্রতিনিধি মোঃ খোকন মিয়া
১লা মার্চ আনুষ্ঠানিকভাবে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ আল হােসাইনের কাছে জর্ডানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সােবহান বাংলাদেশের রাষ্ট্রপতি প্রদত্ত পরিচয়পত্র পেশ করেন । পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত জর্ডানের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের অনুরােধ জানান। সংক্ষিপ্ত আলােচনায় জর্ডানের বাদশাহ বাংলাদেশের সাথে জর্ডানের ধর্মীয়, সামাজিক ও মানবিক সম্প্রীতির কথা তুলে ধরেন এবং উভয় দেশের মধ্যকার জোরালাে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি জর্ডানে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের পূর্ণ সহযােগিতার আশ্বাস দেন। এ ছাড়াও তিনি বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র উল্লেখ করে জর্ডান ও বাংলাদেশ উভয়ই শরণার্থী সমস্যায় মহানুভবতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করেন। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জর্ডানের রয়াল কোর্ট প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রী। পরিচয়পত্র প্রদানের উদ্দ্যেশে নাহিদা সােবহান বাদশাহের সরকারি দপ্তর বাসমান প্যালেসে পৌছালে মােটর শােভাযাত্রা সহকারে তাকে গার্ড অফ অনার প্রদান করা। এ সময় রয়্যাল গার্ডের একটি চৌকস দল বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরিচয়পত্র প্রদান শেষে রাষ্ট্রদূত জর্ডানের প্রয়াত বাদশাহ মাে. হােসেন বিন তালাল, প্রয়াত বাদশাহ আব্দুল্লাহ এবং প্রয়াত বাদশাহ তালাল এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব ( শ্রম ) মােহাম্মদ মনিরুজ্জামান ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মােঃ বশির উপস্থিত ছিলেন।