২৫/০১/২০২০(কুতুবদিয়া) প্রতিনিধি:
কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৫জানুয়ারী) সকালে বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মহেশখালী আসনের সাংসদ সদস্যা জনাব আলহাজ্জ আশেক উল্লাহ রফিক এম.পি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর দূরান্ত এলাকা থেকে শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে আগামী ৬ মাসের মধ্যে স্কুল বাস গাড়ী চালু করার আশ্বাস দেন। এছাড়াও পাঠদানে কক্ষ সংকটের কারণে কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান। শ্রেণী কক্ষে গরমের সময় ব্যবহারের জন্য বৈদ্যুতিক সিলিং ফ্যান ব্যবস্থার আশ্বাস্থ করেন তিনি। সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ ইউনুচের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলহাজ ফরিদুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর, সহকারি কমিশনার ভূমি সুপ্রভাত চাকমা ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, মহেশখালী উপজেলা আ’লীগের সহ-সভপতি নুরুল আলম, প্রধান শিক্ষক আনিচুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ এফএম নুরুল আলম, শিক্ষানুরাগী আছাদ উল্লাহ চৌধূরী, মাতারবাড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি ছমি উদ্দিন, প্রধান শিক্ষক মোরশেদুল আলম,প্রধান শিক্ষক জিগারুন্নেছা,কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবী, উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষক ও ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মাষ্টার মুজিবুর রহমান, তাকসিম মোঃ সানি, মোঃ জাইদ। এবারে কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে ৩৯৮জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবার সু-সাস্থ্য এবং ভালো ফলাফলের জন্য দোয়া প্রার্থনা করেন|