মোঃ মুশিদুল আলম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় সাইনবোর্ড টানিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার
উপজেলার মলিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামে। জমির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মলিকবাড়ি ইউনিয়নের
মামারিশপুর গ্রামের মৃত এমদাদ আলী সেখের ছেলে মো: আনোয়ার হোসেন বাদলের ধামশুর মৌজার ৮৯৬ নম্বর দাগে প্রায় দেড় কোটি টাকা মূল্যের দেড় একর
জমি স্থানীয় প্রভাবশালী ও ভূমি দালালদের সহযোগীতায় রাতের আধাঁরে হ্যামস ফ্যাশন লিমিটেডের সাইনবোর্ড টানিয়ে দখলের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে জমির মালিক আনোয়ার হোসেন বাদল জানান, ধামশুর মৌজার ৮৯৬ নম্বরসহ বেশ কয়েকটি দাগে পৈত্রিক সূত্রে চালা ও বোরো ১৩ একর জমি
রয়েছে এবং ১৯৪৪ সাল থেকে হাল নাগাদ খাজনাধি পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। জমির দাম বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি একটি ভূমিদালল চক্রের
নজরে পরে ওই জমিটি। এর আগেও রাতের আঁধারে ২২ কাঠা জমির আঁধাপাকা ধান কেটে নেয়াসহ কলা বাগান ও মাছের ফিশারীর ব্যাপক ক্ষতি করেছে। এরই
ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোর রাতে কোম্পানীর সাইনবোর্ড টানিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পৌনে দুই একর জমি দখলে নেয়ার চেষ্টা চালায়।
হ্যামস ফ্যাশন লিমিটেডের স্থাণীয় ম্যানেজার সাইফুল ইসলাম সাইবোর্ড টানানোর কথা স্বীকার করে বলেন, আনোয়ার হোসেন বাদলের কাছ থেকে
কোম্পানী জমি ক্রয় করেছেন। ইতোপূর্বেও সাইনবোর্ড টানানো হয়েছিলো কিন্তু কে বা কারা সাইনবোর্ডটি তুলে নেয়। এ ব্যাপারে থানায় সাধারণ
ডায়েরী করা হয়েছে।