চট্টগ্রামে বৃষ্টির কারণে বন্ধ রয়েছে চিটাগং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচটি। আকাশ মেঘলা থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় ফ্লাডলাইটের আলোয়। তবে প্রথম ওভার শেষ হতে না হতেই খেলা বন্ধ করার সিদ্ধান্ত দেন আম্পায়াররা।
তার আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চিটাগং ভাইকিংস। মোহাম্মদ শেহজাদের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সাদমান ইসলাম অনিক। আবু হায়দার রনি ওভারের সবগুলো বল মোকাবেলা করে ২ রান সংগ্রহ করেছেন শেহজাদ।
স্কোর:
চিটাগং ভাইকিংস ২/০ (১.০)
সাদমান ইসলাম ০* (০)
মোহাম্মদ শেহজাদ ২* (৬)
বোলার:
আবু হায়দার রনি ১-০-২-০