মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় যৌথবাহিনী অভিযানে ২১৭০পিস ইয়াবা সহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল নয়া পাড়া ইউনিয়নে নজীর মেম্বার পাড়ায় গত ৫রা ডিসেম্বর বুধবার রাত ৮ দিকে মৃত: গোলাম নবীর বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তার ছেলেকে আটক করা হয়। গোপন সূত্রে জানা য়ায়,দীর্ঘ দিন যাবৎত ইয়াবা বেচা-কেনা করা হলেও প্রশাসনে নজরে না লেগে যুব সমাজকে মাদকের দিকে এগিয়ে নিয়ে গেলেও, এমন গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম এক সেনা টিম ও এক পুলিশ টিম যৌথ হয়ে নয়া পাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়ায় সাড়াশি অভিযানে মো. ইদ্রিস কে ২১৭০পিস ইয়াবা সহ তার নিজ নিবাস থেকে আটক করে হয়। এই আটককৃত সাথে আরও কয়েকজন মাদক ব্যববসায়ী জড়িত থাকতে পারে বলে জানা যায়। আলীকদম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, ২১৭০ পিস ইয়াবা সহ আটক মো. ইদ্রিস থানায় হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আরও কেউ আটককৃত সাথে জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।