চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু রাইফার মৃত্যুর দাগ মুছতে না মুছতে এবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ভূল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ১ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় হাসপাতালটির শিশু সার্জারি বিভাগে শাহ নেওয়াজ জয় নামের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, হাসপাতালটির শিশু সার্জারি বিভাগে ভর্তি ছিল ৯ বছরের শিশু শাহ নেওয়াজ জয়। হাতের আঙ্গুলের সমস্যার কারনে শিশুটিকে এ ওয়ার্ডে ভর্তি করা হয়। এর আগে একই রোগের চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে শিশুটির গুরুতর কোন রোগ ধরা না পড়ায় সামান্য ঔষধ পর্যন্ত দেয়া হয়নি। এরপরেও স্বজনরা আঙ্গুলের সমস্যা সমাধানের জন্য নিয়ে আসে মা ও শিশু হাসপাতালে। আর এতেই সর্বনাশ হয় তাদের। সুস্থ সবল ছেলেটি হঠাৎই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ সময় স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। এক পর্যায়ে স্বজনরা বিক্ষোভ করলে চিকিৎসকরা হাসপাতালের অভ্যন্তরীন গেইট লাগিয়ে ভেতরে অবস্থান নেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। মৃত শিশুর পিতা মো. লোকমান আকবর শাহ থানার কর্নেল হাট শাহী পাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগ করে বলেন, আমার সন্তান মরে যাওয়ার মত কোন অসুখই ছিল না। সামান্য আঙ্গুলের চিকিৎসার জন্য এসে হাসপাতালের চিকিৎসকরা আমার শিশুটিকে হত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই। এদিকে তাৎক্ষণিক গণমাধ্যম কর্মীদের কাছে কর্তব্যরত চিকিৎসকের নাম প্রকাশ না করলেও উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন রক্ত দূষিত হয়ে যাওয়ার কারনে শিশুটির মৃত্যু হয়েছে।