এস.এম.মহিন:খাগড়াছড়ি:
টেকসই উন্নয়ন সাস্থসম্মত স্যানিটেশন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুসঠিত হয়েছে।বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর সম্মেলন কক্ষে আলোচনা করে।আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভা মেয়র জনাব রফিকুল আলম,আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি জনসাস্থ প্রতিনিধি জনাব আশ্রাফ,খাগড়াছড়ি পৌরসভা সচিব পারবিন আক্তার খন্দকার,নির্বাহি প্রকৌশলী দিলিপ কুমার বিশ্বাস,ব্যবসায়ী প্রতিনিধি লিয়াকত আলি,কাউন্সিলর অতিশ চাকমা,নারি কাউন্সিলর সালেহা রহমান প্রমুখ।আলোচনা সভায় বক্তরা বলেন-সুসাস্থের জন্য চাই সাস্থসন্মত স্যানিটেশন।সেই সাথে স্যানিটেশন ব্যবস্থার প্রতি আরো সচেতন হলে সুস্থ জীবনের অধিকারী হওয়া সময়ের ব্যপার উল্লেখ করেন খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম।