অদ্য- ১৮ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপন অভিযান ২০১৮ উপলক্ষ্যে ৩০ লক্ষ শহিদ স্মরণে দেশব্যাপী ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন । পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কতৃক পূর্বেকার ঘোষণা অনুযায়ী সারাদেশ ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় সকল সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়েছে। যার ধারাবাহিকতায় শেরশাহ কলোনী ড. মজহারুল হক হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ.কে.এম. ইমদাদুল আনোয়ার। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাইল্ড’স স্মাইল ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর ল্যাব কো-অর্ডিনেটর মাহাবুব রহমান দুর্জয়। আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব সফিক আহমেদ, সহকারী শিক্ষক জনাব সৈয়দ আমিনুল ইসলাম, মিসেস শিল্পী প্রভা দত্ত, জনাব মোজাহেরুল ইসলাম, জনাব নুরুল আবরার, মিসেস সোহানা আক্তার, মিসেস খালেদা আক্তার, জনাব সাহেদা করিম রেজা, জনাব ইয়াকুব হোসেন। এসময় বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্ররা উপস্থিত ছিলো। জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৮ এর প্রতিপাদ্য : “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই।”