চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের আহ্বানের মত ঘরে ঘরে প্রতিরোধ দূর্গ গড়ে তোলে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত করতে হবে। এ লক্ষ্যে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, শিক্ষক, পুরোহিত, ইমাম, খতিব সকলকে দায়িত্ব নিতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত কোন দুরভিসন্ধি বাস্তবায়ন করতে দেয়া হবে না। মেয়র বলেন, যেকোন মূল্যে চট্টগ্রাম নগরীকে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক থেকে মুক্ত করতে নির্বাচিত প্রতিনিধি সকলকে দায়িত্ব নিতে হবে। এ লক্ষে প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. শনিবার, বিকেলে মোহরা ৫নং ওয়ার্ড কার্যালয়স্থ অডিটরিয়ামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ওয়ার্ড ভিত্তিক আয়োজিত সর্বস্তরের নাগরিকদের সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব কথা বলেন। সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন ৫নং মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান, আইন শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কফিল উদ্দিন খান, যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান। সমাবেশে চান্দগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সমাজ সেবক কামাল উদ্দিন আহমদ, অলিদ চৌধুরী, নজিরিয়া মাহম্মদিয়ার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মহিউল হক, ছাফা মোতালেব কলেজের অধ্যক্ষ মো. শফিউল করিম ও মুসলিম তরুণ সংঘের সভাপতি ইদ্রিস মিয়া বক্তব্য রাখেন। সমাবেশে মেয়র অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।